অ্যাডসেন্স নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন জমে আছে। আর এর বেশীরভাগ প্রশ্নই খুবই কমন। প্রায় সবারই একই প্রশ্ন এবং সেগুলোরই উত্তর দেয়ার চেষ্টা করা হয়েছে এখানে। যদি অন্য কোন প্রশ্ন আপনার জানার থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। যতদ্রুত সম্ভব আমরা উত্তর দেয়ার চেষ্টা করবো।

  • অ্যাডসেন্স থেকে প্রতি ১০০০ ভিজিটরে কতো আয় করা সম্ভব?
  • ০.০০ থেকে ১০০০.০০ ডলার। নির্ভর করে বিজ্ঞাপনের অবস্থান (Placement), ওয়েবসাইট এর বিষয় সহ আরো প্রায় ১০০ এর মতো বিষয়ের উপর। তাই এই প্রশ্ন সম্পূর্ণই অনর্থক। কতো আয় করা যাবে সে চিন্তা না করে কতোভালো কনটেন্ট (Content) দিয়ে কতটুকু সফল ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেটা চিন্তা করা অনেক বেশী ভালো।

  • শুধু অ্যাডসেন্স এর উপর ভরসা করা সম্ভব?
  • আমি মনে করি শুধু অ্যাডসেন্স এর উপর ভরসা না রেখে পাশাপাশি দ্বিতীয় আয়ের ব্যবস্থা করা রাখা উচিৎ। কেনোনা ছোট ভুলেও অনেক সময় বড় ক্ষতি হতে পারে আর ভুল যেকোনো সময় হতে পারে যেকোনো ক্ষেত্রে। আর সে কারণেই আমি নিজেও অন্য কাজও করি।

  • অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাতিল হলে কি ফিরে পাওয়া সম্ভব?
  • অনেক সময় সম্ভব। এক্ষেত্রে যদি নিরীহ কোন ভুলের কারণে বাতিল করা হয় তবে সেই ভুল সংশোধন করে আপিল (Appeal) করতে হবে। যদিও এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থা। তবে যদি আপনি নিশ্চিত থাকেন আপনার তেমন কোন ভুল নেই তবে হয়তো ফিরে পাবেন।

  • গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে আমার কি কি থাকতে হবে?
  • প্রথমেই আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে। তবে যদি আপনার ওয়েবসাইট মাত্র তৈরি হচ্ছে পর্যায়ে থাকে অথবা কয়েক লাইনের কনটেন্ট দিয়ে ভরা থাকে তবে অবশ্যই তা কার্যকর নয়। সোজা কথায় যখন কোন ভিজিটর আপনার ওয়েবসাইট এর কনটেন্ট দেখতে আসবে তাকে যেন পর্যাপ্ত কনটেন্ট না পেয়ে চলে যেতে না হয়। যদি আপনার ওয়েবসাইট এ মাত্র একটি পেইজ থাকে কিন্তু সেই কনটেন্ট যদি ভিজিটরের জন্য যথেষ্ট হয় তবেও হবে। অর্থাৎ পরিপূর্ণ কনটেন্ট থাকা একটি ওয়েবসাইট আপনার প্রয়োজন পরবে। একই সাথে মনে রাখতে হবে আপনার ওয়েবসাইট থাকলেই চলবে না, কনটেন্ট হতে হবে সম্পূর্ণ ইউনিক। অর্থাৎ অন্য কোথাও থাকা কনটেন্ট কপি করে নিয়ে আসলে চলবে না। যদি এসকল শর্ত পূরণ হয়ে থাকে তবে আপনি অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে প্রস্তুত।

  • আমার ওয়েবসাইট এ কোন এসইও করা নেই, এতে কি কোন সমস্যা হবে?
  • এসইও (SEO) করতেই হবে এমন কথা নেই। তবে আপনার ওয়েবসাইট এ যদি ভিজিটর না থাকে তবে আপনার অ্যাডসেন্স এর কোন মূল্য নেই। তাই এসইও করাটা জরুরী। তবে আপনি যদি অন্য কোন ভাবে ভিজিটর ব্যবস্থা করতে পারেন তাতেও চলবে। তবে ব্যক্তিগতভাবে আমি বলবো এসইওতে জোর দেয়া উচিৎ হবে অ্যাডসেন্স এ সফল হতে।

  • আমার ওয়েবসাইট এ ভিজিটর খুবই কম, আমি কি অ্যাডসেন্স পাবো?
  • গুগল অ্যাডসেন্স দেয়ার ক্ষেত্রে প্রতিদিন কতো ভিজিটর আসছে তা দেখে না। আপনার ওয়েবসাইট এ যদি প্রতিদিন ৫/১০ জন ভিজিটর থাকে তাহলেও আপনি অ্যাডসেন্স এর জন্য আপ্প্রভাল পেতে পারেন। তবে ভিজিটরের পরিমাণ যতো বাড়াতে পারবেন ততোই আপনার জন্য ভালো। যেহেতু অ্যাডসেন্স এর আয়ও নির্ভর করে ভিজিটরের উপর।

  • Payee Name এর সাথে ব্যাংক অ্যাকাউন্ট এর নামের কি মিল থাকতে হবে?
  • উত্তরঃ যদি আপনি চেক এর মাধ্যমে আপনার আয়কৃত অর্থ পেতে চান তবে অবশ্যই মিল থাকতে হবে। কেনোনা ব্যাংক অন্য নামের চেক গ্রহণ করবে না। তবে যদি ওয়্যার ট্রান্সফার এর মাধ্যমে নিতে চান তবে আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করবেন সেখানে অ্যাকাউন্ট কার নামে রয়েছে তা উল্লেখ করতে পারছেন এবং যার নামেই হোক না কেন অর্থ পাবেন। (আমি দুইটি ভিন্ন অ্যাকাউন্ট এ অর্থ গ্রহণ করেছি যা আমার নামে নয়)

  • কোন স্থান থেকে লেখা কপি করে সোর্স দিলে সমস্যা হবে কি?
  • আপনি চাইলে উইকিপিডিয়া থেকেও লেখা কপি করতে পারেন যেহেতু উইকিপিডিয়া তা অনুমতি দেয় কিন্তু গুগল অ্যাডসেন্স এগুলোকে কপি (চুরি) হিসেবেই ধরবে। এবং এরকম অতিরিক্ত কনটেন্ট থাকলে গুগল অবশ্যই আপনার ওয়েবসাইটকে অ্যাডসেন্স এর উপযুক্ত হিসেবে স্বীকার করবে না। তাই এরকম কনটেন্ট সোর্স সহ দিলেও অ্যাডসেন্স এর ক্ষেত্রে আপনার সম্ভাবনা কম।

  • যদি কেউ ওয়েবসাইট এর সকল বিজ্ঞাপনে ক্লিক করে তবে সমস্যা হবে কি?
  • যদি কোন মানুষ প্রয়োজনেই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে তবে কোন সমস্যা নেই। তবে যদি কোন সফটওয়্যার দিয়ে অথবা কেউ ইচ্ছেকৃতভাবেই তা করে তবে অবশ্যই সমস্যা হবে। মনে রাখতে হবে কিছু সাধারণ ম্যাথ ব্যবহার করে গুগল সহজেই ধরতে পারবে কোন ক্লিক সঠিক কোনটি নয়। কে প্রয়োজনে ক্লিক করেছে এবং কে অপ্রয়োজনে।

  • অ্যাডসেন্স থেকে আসা ইমেইলগুলো কি প্রয়োজনীয়?
  • আমার দেখা মতে সকল ইমেইলে অনেক তথ্য, টিপস থাকে। সেই সাথে সাসপেন্ড হলে যেই ইমেইল গুগল পাঠায় তাতে খুব সাধারণভাবে সমাধান উল্লেখ্য করা থাকে। তাই এসকল ইমেইল আমার কাছে সবসময়েই গুরুত্বপূর্ণ। এবং আপনি সবসময়েই এসকল ইমেইল মনোযোগের সাথেই দেখি।